Posts

ইমাম হোসেন (আঃ) এবং কারবালার মর্মান্তিক ঘটনার স্মরনে প্রকাশ্য শোক মিছিল , মাতম , ক্রন্দন , আযাদারী করা ওয়াজীব নাকি সুন্নাত ?

Image
ইমাম হোসেন (আঃ) এবং কারবালার মর্মান্তিক ঘটনার স্মরনে প্রকাশ্য শোক মিছিল , মাতম , ক্রন্দন , আযাদারী করা ওয়াজীব নাকি সুন্নাত ? আসুন জেনে নেই -- ইদানীং এই বিষয়টি অনেকেই বলছেন যে , কারবালার মর্মান্তিক ঘটনার স্মরনে আশুরার দিন প্রকাশ্য শোক মিছিল , মাতম , দুঃখের গান গাওয়া , তাজিয়া , আযাদারী করা বেদআত । অর্থাৎ রাসুল (সাঃ) করেন নি । বেশ ভাল কথা ! তাই যদি হয় তবে রাসুল (সাঃ) তো অনেক কিছুই করেন নি । যেমন - উনি শীতাতপ নিয়ন্ত্রিত টাইলসে মোড়ানো আলিশান মসজিদে কার্পেটের উপর মোটা জায়নামাজে নামাজ আদায় করেন নি , উনি জাহাজ বা বিমানে চঁড়ে মক্কাতে হজ্ব করতে যান নি , উনি রংগীন টেলিভিশনে ধর্মীয় প্রোগ্রাম করেন নি , উনি লাখ টাকার বায়না নিয়ে ওয়াজ করতে যান নি , উনি শীতাতপ নিয়ন্ত্রিত প্রাডো জীপ গাড়ীতে চলাফেরা করেন নি , উনি বৌ বাচ্চা ফেলে রেখে সাত , তিন , চল্লিশ দিনের চিল্লাতে যান নি , উনি ট্যাক্স ভ্যাট ফ্রী পীরালী ব্যবসাতে নামেন নি , উনি কোন রাজা বাদশাহের বেতনভুক্ত গ্রান্ড মুফতীর গোলামি করেন নি - ইত্যাদি আরও বলা যাবে ! এগুলি যদি বেদআতি না হয় তাহলে মহান আল্লাহ ও তাঁর নবীজীর (সাঃ) প্রানপ্রিয় নাত...